Payment System
পেমেন্ট সিস্টেম
বিকাশ পেমেন্ট করার জন্য প্রথমে *247# ডায়াল করে মেনুতে প্রবেশ করুন। এরপর পেমেন্ট অপশনটি নির্বাচন করুন এবং মার্চেন্ট একাউন্ট নম্বর ও টাকার পরিমাণ লিখুন। এরপর পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
বিকাশ পেমেন্ট করার বিস্তারিত নিয়ম নিচে দেওয়া হলো:v
- প্রথমে আপনার বিকাশ একাউন্ট থেকে *247# ডায়াল করে মেনুতে প্রবেশ করুন।
- মেনু থেকে "পেমেন্ট" অপশনটি নির্বাচন করুন।
- এরপর মার্চেন্ট বা প্রাপকের বিকাশ একাউন্ট নম্বর লিখুন।
- এরপর টাকার পরিমাণ লিখুন।
- রেফারেন্স নম্বর বা যে কোন তথ্য (যদি প্রয়োজন হয়) লিখুন।
- আপনার বিকাশ পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন https://cloudhostcafe.com/wp-content/uploads/2017/11/bKash_payment_Process999.png
সরাসরি ব্যাংক ট্রান্সফার – Direct Bank Transfer
অর্ডার করার পর থেকে পণ্য ডেলিভারির সময় পর্যন্ত যে কোন সময়ে আপনি সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার পরিশোধিত টাকাটি ডেলিভারির সময়ের মধ্যে আমাদের ব্যাংকে ঢুকতে হবে।
এই অপশন ব্যবহার করে সরাসরি ব্যাংক ট্রান্সফার করে পেমেন্ট পাঠাতে চাইলে আমাদেরকে ফেসবুক মেসেজে জানান। আপনাকে বিস্তারিত ব্যাংকের তথ্য জানিয়ে দেয়া হবে।
NPSB (এন পি এস বি)
- NPSB (এন পি এস বি) অপশন দিয়ে পাঠালে টাকাটি তাৎক্ষনিক ট্রান্সফার হয়ে যাবে।
- আমাদের অ্যাকাউন্ট যেহেতু দ্য সিটি ব্যাংক লিমিটেডে তাই এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঠালে কোন সার্ভিস চার্জ কাটবে না।
- অন্য বেশকিছু ব্যাংক থেকে পাঠালে (সার্ভিস চার্জ ৮.৭০ টাকা + ভ্যাট ১.৩০ টাকা) ১০ টাকা সার্ভিস চার্জ কেটে নিবে।
BEFTN (বি ইএফটি এন)
- BEFTN (বি ইএফটি এন) অপশন দিয়ে পাঠালে টাকা ট্রান্সফার হতে প্রায় অর্ধ কার্যদিবস সময় লাগবে। অর্থাৎ সকালে পাঠালে তা রাতে পৌঁছাবে। দুপুরে পাঠালে তা পরেরদিন সকালে পৌঁছাবে।
- যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই এটা পাঠানো যাবে।
- এই অপশন দিয়ে পাঠালে কোন সার্ভিস চার্জ কেটে রাখবে না।
Men's Fashion
Women's Fashion
Cosmetics
Hair item
Body Care
Face Care
Baby item
Leather item